বিকাশ পেমেন্ট করে নেমচিপ - হোটিংগার থেকে ডুমেইন-হোস্টিং কিনুন
আপনার কাছে মাস্টার কার্ড নেই কোনো সমস্যা নেই বিকাশ পেমেন্ট করে নেমচিপ - হোটিংগার বা যেকোনো সাইট থেকে ডুমেইন-হোস্টিং কিনতে পারবেন । অনেকেই আছেন যারা দেশীয় কোনো সার্ভিস প্রভাইডারের থেজে ডুমেইন-হোস্টিং কিনে এখন ভুগছেন । আমি বলছি না সবাই খারাপ তবে বেশির ভাগ দেশীয় ডুমেইন-হোস্টিং প্রভাইডারের সার্ভিস ভালো না ।
এবার আসল কথা বলি নেমচিপ - হোটিংগারের মত আরো সকল বিদেশি সার্ভিস প্রভাইডার থেকে ডুমেইন-হোস্টিং কেনার ক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ অন্যান্য কিছু দিয়েই কিনতে পারবেন না । সহজ করে বলছি সহজ ভাবে বুঝবেন । আমাদের মাস্টার কার্ড আছে অর্থাৎ কিনে দিবো আমরা ব্যবহার করবেন আপনি ।
কিভাবে হবে প্রক্রিয়াটি -
প্রথমে আপনি নিজে যে প্রভাইডারের থেকে কিনতে চান নেমচিপ - হোটিংগার বা যেকোনো প্রভাইডার এবার আপনি যে নামের ডুমেইন নিতে চান সার্চ করে দেখুন ওটা Available আছে কিনা । আপনার কাঙ্ক্ষিত ডুমেনের নাম (yourname.com) সহ আপনার যেকোনো একটি জিমেইল আইডি + পাসওয়ার্ড দিতে হবে । প্রাইভেসি জনিত সমস্যা মনে হলে নতুন জিমেইল আইডি খুলে সেটা দিতে পারেন ।
সার্ভিস চার্জ কত লাগবে -
নিজে সার্চ করে দেখুন আপনি যে ডুমেইন কিনতে চাচ্ছেন ওটার দাম কত ? গুগোলে বর্তমান ডলার রেট সার্চ করে দেখুন । এবার বাংলাদেশি টাকাতে কত লেগবে সেটা দেখুন যেটা লাগবে ঐ পরিমান টাকা বিকাশ সেন্ড মানি করে পাঠাতে হবে ।
**সার্ভিস চার্জ**
- ১ বছর মেয়াদের জন্য - ২০০ টাকা অতিরিক্ত দিতে হবে ।
- ২ থেকে ১০ বছর মেয়াদের জন্য - ৫০০ টাকা অতিরিক্ত দিতে হবে ।
শুধুমাত্র কেনার সময় দিতে হবে অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট । সহজ কথায় শুধুমাত্র কিনে দেওয়ার জন্য মেয়াদের ভিত্তিতে ২০০ বা ৫০০ টাকা অতিরিক্ত দিতে হবে ।
Live Preview
একজন গ্রাহকের অভিজ্ঞতা দেখুন -
নিজের পছন্দ অনুসারে ডুমেইন নিয়ে Add to Cart এ ক্লিক করলে দেখবে কত পেমেন্ট করতে হবে
এবার ডলার রেট গুগোলে সার্চ করুন -
এবার যোগ দিন - ডুমেইন বাবদ পেমেন্ট + আমাদের সার্ভিস চার্জ
অর্থাৎ - ৯৩৯.০৪ + ২০০ = ১১৩৯.০৪ টাকা সেন্ড মানি করতে হবে
বুঝতে পেরেছেন