What kind of content writing can earn more money ?
আমি আমার অভিজ্ঞতার কথা বলবো অন্যদেরটা জানি না । ব্লগিং কোনো ক্যারিয়ার নয়, এটা আপনার একটা শখ হতে পারে, পার্ট টাইম কাজ হতে পারে । তবে এখন অনেকের কাছে লেখালেখি শখের হবে না কারন সময় নষ্ট করে কেউ এগুলো করতে চাইবে না । বেশি কথা বাড়াবো না, পোষ্টের যেই টাইটেল দেখে ঢুকেছেন সেটা নিয়ে বলি না হলে বকা দিয়ে উদ্ধার করবেন ।
যারা নতুন ব্লগার তারা শুরুতেই শিক্ষামূলক ওয়েবসাইট বা কন্টেন্ট দিয়েই কাজ শুরু করে আমিও করেছিলাম । কাজ টা কি ঠিক ?
শুরুতেই ভুল সিদ্ধান্ত'' হ্যাঁ, শিক্ষামূলক সাইট বানালে হয়তো কাটিং ফিটিং করে বেশি বেশি লেখা যায়, তবে লাভ কি দিনশেষে পকেটে হাত ঢুকাবেন দেখবেন টাকা ছাড়া অন্যকিছুই পাবেন । নতুন হিসেবে যারা লেখালেখি করে আয় করতে চাচ্ছেন তদের জন্যই আজকে বেশ কিছু বলবো । তার আগে একটু বলে দেই যারা ইতোমধ্যে কাজ করছেন এবং অভিজ্ঞতা আছে তারা এই পোষ্ট না দেখলেও চলবে । কিছুদিন আগেই একটা পোষ্ট করেছিলাম "Most Paid CPC Keywords in Google Ads" যারা বেশি ব্যস্ততার কারনে পোষ্টটি দেখতে পারেন নাই তারা দেখে আসুন ।
আপনি যদি সত্যি লেখালেখি করে আয় করতে চান তবে অবশ্যই শুরুতেই কিছু কাজ করতে হবে -
অল্প অক্ষরে সুন্দর একটা ডোমেইন নিন সাইটে এমন একটি নাম দিবেন যাতেকরে আপনি প্রায় সকল ধরনের কন্টেট পাবলিশ করতে পারেন ।
উধাহরন ছাড়া অনেক অভিজ্ঞরাও বুঝবে না ।
ধরুন আপনি education.com এই নামে ডোমেইন নিয়েছেন এখানে আপনি মুভি রিভিউ পোষ্ট করলেন, নিজেই ভেবে দেখুন আপনার কথা আর কাজের মিল কতটুকু । ধরে নিন একটি দোকানের নামের শেষে টেলিকম লেখা আছে কিন্তু ওখানে কোকাকোলা পাওয়া যায় কেউ নিজে থেকে ঠাণ্ডা পানীয় সেখানে কিনতে যাবে ? অবশ্যই না কারন সে টেলিকম কথাটি দিয়ে বুঝিয়েছে এখানে শুধু মোবাইল বা ইলেক্ট্রনিক্স দ্রব্য পাওয়া যায় । এমনকি সে যদি অত্র এলাকাই কারো কাছে শোনে ভাই এখানে ঠাণ্ডা পানীয় কোন দোকানে পাবো কোনো ব্যাক্তি ঐ দোকানের নাম সাজেস্টই করবে না ।
তাহলে আপনি বলুন নামে সাথে কাজের মিল না থাকায় যেখানে মানুষের বুদ্ধিমত্তাই খুজে দিতে পারলো না সেখানে গুগোল কিভাবে পারবে ?
আসুন এবার বলি কি টপিক নিয়ে লিখবেন - ওপরে একটা লিংক দিয়েছিলাম জানি ওটাতে আপনার ক্লিক পড়েনি -
- Insurance
- Loans
- Mortgage
- Attorney
- Credit
- Lawyer
- Donate
- Degree
- Hosting
- Claim
- Conference Call
- Trading
- Software
- Recovery
- Transfer
- Gas/Electicity
- Classes
- Rehab
- Treatment
- Cord Blood
মূলত এখনো পর্যন্ত এই ক্যাটাগরির সিপিসি বেশি । কত বেশি সেটা ঐ লিংকে পাবেন । আপনার লেখা পোষ্ট থেকে যদি বেশি পরিমানে আয় করতে চান তবে USA সহ বাইরের দেশ গুলোকে টার্গেট করে লিখতে হবে ।
একটা কথা বলে দেই আর্নিং এর প্রথম শর্ত আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করা , এটা করতে পারলে এ্যাডসেন্স লাগবে না আরো অনেক এ্যাড নেটোয়ার্ক আছে যারা বেশি পেমেন্ট করে ।
একটা উধাহরন বলি আমার দেখা একটি পোষ্ট থেকে এ্যাডসেন্স থেকে আয় হয়েছে ১ ডলার কিন্তু ঐ একই পোষ্টে adsterra দিয়েছে ৪ ডলার । যেহেতু এই পোষ্টের টাইটেল ছিলো কি ধরনের কন্টেন্ট লিখলে বেশি অর্থ উপার্জন করা যাবে ? তাই আর কথা বাড়াবো না আশাকরি উত্তর পেয়েছেন কোন টপিক নিয়ে কাজ করলে বেশি আয় হবে ।
কিভাবে সম্পুর্ন পোষ্ট লিখবেন এটাও বলে দিবো অন্য কোনো পোষ্টের মাধ্যমে , আপনি যদি এই সাইটে নতুন হয়ে থাকেন তবে সাইটের নাম মনে রাখুন আইটিস্টারবিডি.কম
অথবা বুকমার্ক করে রাখতে পারেন গ্যারান্টি দিচ্ছি এই সাইটটি আপনার কাজে লাগবেই ।
আমাদের আপকামিং সার্ভিস -
নেমচিপ টপআপ , ব্লগার থিম নিতে পারবেন , ব্লগার থিম কাস্টমাইজেশন , এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং কোর্স , কোডিং , ওয়ার্ডপ্রেস , অন্যান্য ।