ব্লগার দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাবেন - সম্পূর্ন গাইডলাইন
এ পর্বে আমরা দেখে নেবো কিভাবে একটি সম্পূর্ণ ব্লগার সাইট তৈরি করতে হয় । আপনি যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ এই আলোচনাটি দেখেন তাহলে আপনি সহজেই একটি ব্লগার সাইট তৈরি করতে পারবেন । আর এটি হবে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েবসাইট এর মত দেখতে । যেহেতু ব্লগার সাইট সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা যায় তাই ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটি শেখার জন্য ব্লগার বেস্ট । কারণ এখানে আপনাকে কোনো অর্থ দিয়ে কিছু কিনতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রি তে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন । তাই যারা কেবল নতুন শিখছেন তাদের জন্য এটি দিয়ে শুরু করাই ভালো । একটু শিখে গেলে তারপরে আপনি কিছু টাকা খরচ করে অন্য প্লাটফর্মে যেতে পারবেন এতে আপনার বেশি সুবিধা হবে । কারণ এখান থেকে বেসিক কাজগুলো শিখে নিতে পারলে ভালো হবে । ব্লগার সাইট তৈরীর জন্য প্রথমেই blogger.com সাইটে প্রবেশ করতে হবে । আপনার জিমেইল একাউন্ট থাকলেই হবে । আপনার জিমেইল একাউন্ট সাইন ইন থাকা অবস্থায় blogger.com এ প্রবেশ করার সাথে সাথে নতুন একটি ব্লগ তৈরির অনুমতি চাইবে ।
আপনার সাইটটি কি নামে হবে প্রথমে সেটি নির্বাচন করতে হবে । ধরুন আপনি টেকনোলজি সম্পর্কিত একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন সে ক্ষেত্রে টেক নিউজ ২৪ নাম দিলেন । নামটি দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে চাপলে পরবর্তী স্টেপে যাবে ।
এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার ওয়েবসাইটের নাম টি নির্বাচন করুন । যেমন আমরা এখানে দিলাম https://technews2b.blogspot.com । প্রথম অংশ technews2b এটাই আমাদের দেওয়া নাম অংশটুকু আমরা নিজেরাই দিতে পারব আর পরের অংশ .blogspot.com সাবডোমেইন হিসেবে আপনার দেওয়া নামের সাথে যুক্ত হবে । কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার নিজের দেওয়া নামেই ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে আপনাকে ডোমেইন কিনতে হবে । যেমন ধরে নিন technews2b.com । সম্পূর্ণ দেখতে থাকুন এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন ।
সবশেষে পাবেন ডিসপ্লে নেম এই নামটি আপনার ইচ্ছামত দিতে পারেন কোন সমস্যা নেই । যেমন আমরা ডিসপ্লে হিসেবে দিলাম টেক নিউজ । আপনি আপনার ইচ্ছামত আপনার নিজের নামে এখানে দিতে পারেন । মূলত আপনি যখন আপনার ওয়েবসাইটে কোন পোস্ট করবেন তখন আপনার ওয়েবসাইটের পোষ্টের নিচে এই নামটি শো করবে বা দেখাবে । মূলত এটি একটি লেখকের নাম হিসেবে পরিচিত আপনার পোস্টটি কি লিখেছে এই নামটি সেটি বুঝতে সাহায্য করবে ।
উপরের তিনটি স্টেপ পূরণ করা হয়ে গেলে আপনি এই ধরনের একটি পেইজ দেখতে পারবেন এটিকে বলা হয় ব্লগার ড্যাশবোর্ড । এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট লিখতে পারবেন এবং পাবলিশ করতে পারবেন । এটি শুধুমাত্র আপনি দেখতে পারবেন আর সাধারণ ভিজিটর যারা তারা আপনার ওয়েবসাইটের পোস্টগুলো দেখতে পারবে । ব্লগার ড্যাশবোর্ড থেকে আপনি আপনার ওয়েবসাইটের থিম, কনটেন্ট , লেআউট , এবং অন্যান্য সেটিংস সহ সম্পূর্ণ ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন ।
- ব্লগার দিয়ে তৈরি এমন একটি সাইটের প্রিভিউ দেখে নিন - www.learnvaly.com
ব্লগার ড্যাশবোর্ড এর সকল অপশন গুলো সংক্ষেপে দেখে নেয়া যাক -
- Post - আপনি নতুন কোনো পোস্ট লিখতে চাইলে এই পোস্টমাডাম এর উপর ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে যেখানে আপনি আপনার আর্টিকেলটি লিখতে পারবেন ।
- Stats - এখানে আপনার ব্লগের ভিজিটর গুলো দেখাবে ।
- Comments - আপনার সাইটে ভিজিটর কমেন্ট করলে সেটাই কমেন্ট অপশন দেখাবে ।
- Earnings - আপনার ওয়েবসাইটটি এডসেন্স এর সাথে কানেক্ট করার জন্য এবং সরাসরি এডসেন্স একাউন্টে প্রবেশের জন্য এই অপশনটিতে প্রবেশ করতে হবে ।
- Pages - আপনার ওয়েবসাইটের অধীনে ভিন্ন ভিন্ন পেজ তৈরি করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারবেন ।
- Layouts - ওয়েবসাইটের থিমটি কিভাবে ম্যানেজ করবেন সেটি লেআউট নির্ধারণ করে দেয় । অর্থাৎ আপনার সাইটের বিষয়বস্তুগুলো ধারাবাহিকভাবে সাজানোর জন্য এ অপশনটি ব্যবহার করা হয় ।
- Theme - অপশন দিতে গিয়ে আপনার পছন্দমত থিম নির্বাচন করতে পারবেন কাস্টমাইজ থিম আপলোড করতে পারবেন ।
- Settings - সেটিং অপশনে আরো বেশ কিছু বিষয় বস্তু সংযোজন করা আছে যেগুলো নিয়ন্ত্রণ করে আপনার সাইটটি আরও একটু স্বতঃস্ফূর্তভাবে পারবেন ।
- Reading List - ব্লগারের অফিশিয়াল কনটেন্ট গুলো এখানে থাকবে
- View blog - এ অপশনটি ছাপ দিলে আপনার ওয়েবসাইটের একটা ভিডিও দেখতে পারবেন বা আপনার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ।
অনেকেই এই বেসিক জিনিস গুলো জানেন তাই আর এই বিষয়গুলো নিয়ে কথা বাড়াবো না । সরাসরি ব্লগার এর সেটিংস অপশন দিয়ে কথা বলব । এটি মনোযোগ সহকারে দেখবেন তা না হলে আপনার ওয়েবসাইট কখনোই গুগলে রাঙ্ক করবে না বা গুগলে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্য পাবে না । যেটাকে বলা যেতে পারে এসইও অপটিমাইজেশন ।
ব্লগার ড্যাশবোর্ড সবচেয়ে প্রধান অংশ থিম সেকশন এবং সেটিংস । এই দুটো অপশন নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন । কিভাবে ব্লগার সেটিং করবেন এবং কিভাবে থিম আপলোড এবং কাস্টমাইজ করবেন এই দুইটা জিনিস আপনাকে খুব ভালো করে দেখিয়ে দেয়া হবে তাই এ পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন মনে রাখবেন একটু অংশ বাদ দিলেও আপনি কিছুই বুঝতে পারবেন না ।