Publister Premium Blogger Template - Full Customized

আপনাদের জন্য আজ আরো একটি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট রয়েছে । পাবলিশটার ব্লগার টেমপ্লেট মূলত একটি প্রিমিয়াম টেমপ্লেট এর মূল্য পড়বে $12.95 ডলার বা এর কম বেশি হতে পারে । দেখে নিন - https://gooyaabitemplates.com/publister-blogger-template/

চাইলে এই টেমপ্লেট ওপরে দেওয়া লিংক থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন কিন্তু ওদের শর্ত একটাই ফুটার ক্রেডিট পরিবর্তন করা যাবে না । 

আর যদি কোনো ভাবে ফুটার ক্রেডিট মুছে দেন তবে থিমের বেশ কিছু অপশন কাজই করবে না কারন একটাই - 

ব্লগার থিমের ভেতরে EDIT Html করে একটু স্ক্রোল করলেই এটা দেখতে পারবেন । মূলত এটিকেই ব্লগার থিমের ভাইরাস বা এনক্রিপটেড কোড বলা হয় ।

আমাদের এই সাইটে কিছু সংখ্যক থিম দেওয়া হবে যেগুলো ভাইরাস মুক্ত । সাধারনত পাবলিশার গন থিম কোনো ভাবে বানিয়ে দেন কিন্তু সেটা ব্যবহার উপযোগী করে নেই আমরা । এই থিমটির প্রিমিয়াম ভার্সন আমরা কাস্টমাইজ করেছি দেখলেই পার্থক্য বুঝতে পারবেন । এই থীমের জন্য আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হবে না । সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে নিতে হবে কারন থিম কাশট্মাইজ করতে অনেক সময় লেগে যায় সেইসাথে অনেক শ্রম দিতে হয় । 

যেহেতু আমাদের সবার উদ্দেশ্য একটাই সেটা গুগল এ্যাডসেন্স থেকে কিছু আয় করা তাই কাস্টমাইজ করা এই থিমে অতিরিক্ত বেশ কিছু উইজেট সেকশন সংযুক্ত করা হয়েছে যাতেকরে আপনি সঠিক স্থানে গুগলের এ্যাড কোড দিতে পারেন । 

কাস্টমাইজ থিম ফিচারঃ

  • একদম শুরুতে নিউজ ট্রাকার পাবেন [ স্যাম্পল টেক্সট এডিট করে নিজের প্রয়োজন মত টেক্সট দিয়ে নিবেন ]
  • হোমপেজে শুরুতে দুটি রেস্পনসিভ বক্স সংযুক্ত করা হয়েছে । আপনার প্রয়োজন অনুসারে ক্যাটাগরি লিংক বা পোস্ট লিংক সংযুক্ত করে নিতে পারবেন ।
  • নতুন এ্যাড সেকশন - হোমপেজে নতুন এ্যাড সেকশন সংযুক্ত করা হয়েছে ।
  • ফন্ট সাইজ এবং কালার - নতুন করে ফন্ট সাইজ ও ফন্ট কালার কাস্টমাইজ করা ।
  • অন্যান্য - সকল খুঁটিনাটি বিষয় বস্তুর পরিবর্তন দেখতে পারবেন যেটা ব্যবহার করলে নিজে বুঝতে পারবেন ।
  • থিমটি একবার কিনে লাইফটাইম ব্যবহার করতে পারবেন সেই সাথে এই থিমটি একাধিক ব্লগে ব্যবহার করতে পারবেন । 
  • কোনো এনক্রিপ্টেড কোড নেই । ফুটার সেকশনে নিজের নাম ব্যবহার করতে পারবেন । 

১ম ১০০০ জন থিমটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন । দেরি করবেন না ডাউনলোড করে নিন ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url