Plus UI Blogger Template v2.6 - Customized

প্রথমেই বলে দেই এটা একটা ওপেন সোর্স টেম্পলেট । এই থিমটি একদম বিনামুল্যে পাবেন, শুধুমাত্র গুগলে সার্চ করে কোনো একটি ভালো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন । আরো একটি মজার ব্যাপার এই থিমে কোনো এঙ্ক্রিপ্টেড কোড নাই অর্থাৎ এই থিমটির অফিসিয়াল ভার্সন ফ্রি । অনেক ব্লগার ইউজার এই থিমটি ব্যবহার করছে এবং দেখলাম অনেকে এই থিমের ওয়ার্ডপ্রেস ভার্সন রিলিজ করার কথাও বলেছে তাহলে বুঝুন এই থিমটি কতটা জনপ্রিয় হয়ে উঠেছে । 

আজ আরো একটি ব্লগার টেমপ্লেট আপনাদের কাছে নিয়ে এলাম Plus UI Blogger Template v2.6 - Customized নাম শুনেছেন হয়তো কেউ ব্যবহার করা শুরু করে দিয়েছেন । এখন এটা দিয়ে কি করবো ? একটু কষ্ট করে আপনার থিম আর এই থিমটি মিলিয়ে নিন উত্তর নিজেই পেয়ে যাবেন । আমাদের শেয়ার করা সবগুলো থিমের শেষে কাস্টমাইজ কথাটি আছে কেনো জানেন ?

আগে একবার বলেছিলাম, আবারও বলছি আমাদের শেয়ার করা সবগুলো থিম রিমেক করা । যেমন ধরুন কোনো গান নতুন রিলিজ হলে আমারা সাথে সাথে ঐ গানের রিমিক্স ভার্সন খুঁজতে থাকি কারন রিমেক করা ভার্সনগুলো ব্যবহার উপযোগী করতে অতিরিক্ত বেশকিছু সংযোজন করা হয় । দিনশেষে রিমেক গুলো ভালোই প্রাধান্য পায় । 

আসুন দেখে নিন কি কি নতুন সংযোজন থাকছে থিমটিতে - 

অনেকের রিভিউ দেখার পর থিমটি আমিও ডাউনলোড করেছিলাম কিন্তু ব্যবহার করে দেখলাম কিছু জিনিস আমার কাছে ঘাটতি মনে হলো । 

  • ক্যাটাগরাইজ পোষ্ট ভিউ
  • থিমের মেইন মেনু আইকন
  • ফন্ট সাইজ, কালার
  • টপ মেনুতে গুগোল ট্রান্সেলেটর অপশন সংযোজন
  • ডান পাশে সোশ্যাল শেয়ার বাটন সংযোজন
  • পোস্ট টাইটেল স্ক্রোল টপ ফিক্সড করা হয়েছে 
  • বেশকিছু পরিবর্তন ব্যবহার করলেই বুঝতে পারবেন 


এটি সম্পূর্ন ব্যবহার উপযোগী করা আছে আপনি থিমটি সেটাআপ দিয়েই ব্যবহার করতে পারবেন । থিমে কোনো এঙ্ক্রিপ্টেড কোড নাই তাই ফুটার ক্রেডিট সহজেই পরিবর্তন করে নিতে পারবেন । শুধু প্রতিটা উইজেট এডিট করে আপনার প্রয়োজন অনুসারে লিংক দিয়ে নিবেন । 

প্রথম ১০০ জন ফ্রিতে পাবেন নিতে চাইলে কমেন্ট করুন 

Next Post Previous Post
1 Comments
  • How to
    How to October 29, 2024 at 12:01 AM

    ভাই ডাউনলোড লিংক পাইলাম না

Add Comment
comment url