ব্লগিং করতে কোনটি বেশি ব্যবহৃত হয় ব্লগার.কম না ওয়ার্ডপ্রেস ?

Blogger or WordPress which is more used for blogging ?

Blogger.com

বর্তমানে সবকিছু অনেক আপডেট হয়েছে কিন্তু সবকিছুতেই যে আপডেট বা বেশি এ্যাডভান্স হতে হবে এমনটা একদমই নয় । বিশেষ করে প্রযুক্তিতে আপনাকে একটু সুযোগ সন্ধানী হতে হবে । ধরে নিন আপনি লেখালেখি করে আয় করতে চান এজন্য কি আপনি লক্ষ্য অর্থ দিয়ে ল্যাপটপ কিনবেন ? সামান্য ওয়েবসাইট পাবলিশ করার জন্য বেশি উচ্চমানের ডেস্কটপ বা ল্যাপটপ লাগে না । ঠিক একই ভাবে আপনি যদি শুধুমাত্র কন্টেন্ট পাবলিশ করতে চান হতে পারে সেটা নিউজ ওয়েবসাইট, আর্টিকেল ব্যাসিস সাইট, ইমেজ পোস্টিং সাইট বা কন্টেন্ট পাবলিশ সাইট এমনকি ভিডিও পোস্টিং সাইট এজন্য ব্লগারই যথেষ্ট । দুটি কারনে Blogger.com বেশি জনপ্রিয় [১] হোস্টিং এর জন্য মাসে বা বছরে টাকা দিতে হবে না [২] আনলিমিটেড ট্রাফিক আনবেন সাইটে কোনো ল্যাকিং হবে না । 

এবার আসল কথা বলি যেকারনে আমরা সবাই কাজ করি বা আপনি আপনার সময় নষ্ট করে এই সাইটে পোষ্টটি দেখছেন এই সব কিছু করার  কারন একটাই সেটা টাকা উপার্জন করা ।  অনেকের মনে একটা কমন প্রশ্ন থাকে Blogger.com ব্যবহার করে কতটুকুই আয় করা সম্ভব হয়তো Wordpress যারা ব্যবহার করছে তারা বেশি আয় করছে । ভুল ধারনা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিবেন Heighest earning proof from blogger site অনেক ভিডিও পাবেন । Blogger.com নিয়ে আরো কিছু সুবিধার কথা বলবো যেটা শুনলে আপনি চমকে যাবেন তার পুর্বে বলে দেই কেন, কে বা কারা Wordpress.com ব্যবহার করে ।

Wordpress.com

Wordpress একটা বড় প্লাটফর্ম এতে কোনো সন্দেহ নেই । মূলত যাদের টার্গেট ই-কমার্স সাইট, মেম্বারশিপ সাইট, টুলস ওয়েবসাইট, এ্যানালাইটিকাল সাইট মূলত এই ধরনের উচ্চ মানের কাজের জন্য Wordpress এর বিকল্প নেই । এগুলো শুনে খারাপ লাগছে , মনে হচ্ছে তাহলে কি Blogger দিয়ে নিম্ন মানের কাজ করবো । আবার পূর্বের একটা কথা মনে করিয়ে দেয় এত সব আয়োজন টাকা উপর্জন করার জন্য তাই যাই করেন না কেনো সেখান থেকে অর্থ না আসলে আপনার কাজ করতে মন চাইবে না । তাই আমি বলবো শুরুটা Blogger সাইট দিয়ে করবেন । 

Wordpress দিয়ে আরো অনেক এ্যাডভান্স কাজ করা যাই । ফেসুবক এর মত জনপ্রিয় সাইটও কিন্তু প্রথমে Wordpress এর ওপর বেস করে গড়ে উঠেছিলো । আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে সেক্ষেত্রে ভালো কোনো প্রথিষ্ঠানে ভর্তি হয়ে PHP, Python , Java Script, Wordpress Design এই কাজগুলো শিখে নিন তারপর Wordpress এ আসবেন । আপনি বর্নমালা জানেন না আপনাকে সম্পূর্ন বাক্য লিখতে দিলে পারবেন ? কখনোই না ।

এবাই Blogger এর কিছু অতিরিক্ত সুবিধার কথা বলে দেই - গুগলের প্রডাক্ট তাই সার্চ র‍্যাকিং দ্রুত হবে । Blogge.com এখানে আমার যেটি সবচেয়ে ভালো লাগে সেটা হলো কন্টেন্ট রাইটিং সিস্টেম । এরা এদের রাইটিং ড্যাসবোর্ডটি এমন ভাবে বানিয়েছে যেটা কঠিনকে সহয়ভাবে উপস্থাপন করা । অর্থাৎ আপনার লেখাগুলো খুব সহজে পরিপাটি করে ফেলতে পারবেন সেইসাথে আকর্শনীয় বানাতে পারবেন ।  

সবশেষে বলে দেই একটা ডোমেইন কিনে নিবেন অবশ্যই .Com ডোমেই কিনবেন । আমার দেখা অনেকেই আছে যারা শুধুমাত্র Blogger দিয়ে সাইট বানিয়ে ১০০০ ডলাই আয় করছে মাসে । মনে রাখবেন আপনার লেখা গুলো যদি ইউনিক ইনফরমেটিভ হয়ে থাকে তবে আপনি যেখানেই লেখা পাবলিশ করেন না কেনো ভিউ হবেই ।

কি বুঝলেন কোনটি আপনার জন্য ভালো Blogger না Wordpress কমেন্ট করে জানিয়ে দিবেন । এই সাইটে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এই দুটোর কাজই শেখানো হবে তাই ওয়েবসাইটটি বুকমার্ক করে নিন বা ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে কাজে লাগবে ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url